বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:১৪:৫২

রোনালদোর সঙ্গে নতুন চুক্তি, বেতন প্রতি মিনিটে কত টাকা জানেন?

রোনালদোর সঙ্গে নতুন চুক্তি, বেতন প্রতি মিনিটে কত টাকা জানেন?

স্পোর্টস ডেস্ক : আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাৎসরিক ১৬৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে এই রেকর্ড ধরে রাখার আসনে বসাবে। নতুন চুক্তিতে সপ্তাহে ৩ দশমিক ১৯ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন রোনালদো।

অসম্ভবকে সম্ভব করাই যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাজ। পড়ন্ত বেলায় এসেও এমন কিছু করে যাচ্ছেন ফুটবল মহাতারকা, যা ক্যারিয়ারের পিক টাইমেও অনেকের কাছে কল্পনার চেয়েও বেশি। 

যে বয়সে ফুটবল থেকে অবসরে যায় সবাই, সে বয়সে তিনি গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। এবার যেটা করতে চলেছেন তা শুধু রোনালদোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয়, বরং সবচেয়ে বেশি বছর বয়সে দামি ফুটবলার হওয়ার তকমা দেবে।

পারিশ্রমিকের রেকর্ড বই তছনছ করে ২০২৩ সালে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষেই সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার। অনেকেই প্রশ্ন করছে, রোনালদো কী সৌদি আরবেই থাকছেন না কি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন? যদিও বিভিন্ন সময় বিশ্বের অন্যতম সেরা ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ভালো আছেন তিনি। তার এই ইচ্ছাই এবার আনুষ্ঠানিক রুপ পেতে যাচ্ছে।

আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে রোনালদোর বেতন বাড়ছে আরও। এর আগে বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিলো রোনালদোর। সঙ্গে ছিলো আরও ৪৯ মিলিয়ন বোনাস। এবার বোনাস কত বাড়ছে সেটা এখনও প্রকাশ না হলেও, পারিশ্রমিকের অঙ্কটা বেড়ে ১৬৭.৯ হচ্ছে তা ছড়িয়ে গেছে গণমাধ্যমে। খুব শিগগিরই দু-পক্ষের মাঝে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।

নতুন চুক্তিতে প্রতিদিন রোনালদো পকেটে ঢোকাবেন ৪ লাখ ১৯ হাজার ৮০০ পাউন্ড। সপ্তাহ প্রতি অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৩.১৯ মিলিয়ন পাউন্ডে। মিনিট প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর উপার্জন প্রায় ৩০০ পাউন্ড। বাংলা টাকায় যা ৪৮ হাজারের কাছাকাছি।

সৌদি আরবে আসলেই দারুণ সময় কাটছে রোনালদোর। আল নাসরে সফলতা না পেলেও ব্যক্তিগত নৈপুন্যে রোনালদোর ধারেকাছে নেই কেউ। ক'দিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ বরপুত্র। সৌদি আরবে তার প্রোফাইলটাও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ৭৫ গোল করে তিনি ছুটছেন এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে