বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:১৬:১০

এবার রোনালদোকে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব, বিশাল অর্থ ছাড়াও আংশিক মালিকানা!

এবার রোনালদোকে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব, বিশাল অর্থ ছাড়াও আংশিক মালিকানা!

স্পোর্টস ডেস্ক : ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে আরও এক মৌসুম থাকছেন সিআরসেভেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রোনালদোকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব দেয় আল নাসর, যা ফেরাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

শুধু বিশাল অঙ্কের অর্থই নয়, আল নাসরের আংশিক মালিকানাও পাচ্ছেন রোনালদো। এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে উল্লেখ করেছে মার্কা। আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন রোনালদো। ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। 

মালিকানার বাইরে এক মৌসুমে জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন।

মালিকানা ও বিশাল অঙ্কের অর্থের সঙ্গে রোনালদোর দেওয়া একটি শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন রোনালদো। তার মধ্যে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।

 ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ম্যানইউতে খেলেছেন রোনালদো। ইউনাইটেডের হয়ে কিছু না জিতলেও রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন এই দুই ফুটবলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে