স্পোর্টস ডেস্ক: আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। এর আগে আজ সংবাদ সম্মেলন করেন ভারতীয় ক্রিকেট টিম। সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি আসেননি। এসেছেন বিরাট কোহলি। এসেই বারবার মুস্তাফিজ প্রসঙ্গ টেনে আনেন কোহলি। বোঝা যাচ্ছে বাংলাদেশ ম্যাচ নিয়ে বেশ সতর্ক ভারত।
কোহলি বলেন, মুস্তাফিজুর রহমান অভিষেকের পর থেকে যেভাবে খেলছে সেটা সত্যিই অবিশ্বাস্য। নতুন বলে তার স্লোয়ারটা বেশ কার্যকর। তবে মুস্তাফিজের বলে গতিরও প্রশংসা করেন টেস্টে ভারতের অধিনায়ক— ১৪০ কিলোমিটার বেগে বল করে মুস্তাফিজ। কাটার, স্লোয়ারগুলো ভয়ঙ্কর। এমন বোলারের বিপক্ষে খেললে ব্যাটিং দক্ষতা বাড়ে।
কোহলি আরো বলেন, বাংলাদেশের মতো কন্ডিশনে একটা পেসার একাই যদি চারটা-পাঁচটা উইকেট তুলে নেয় তাহলে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে যায়।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস