মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৬:৩৬

চুক্তিতে সই করতে প্রস্তুত নেইমার

চুক্তিতে সই করতে প্রস্তুত নেইমার

স্পোর্টস ডেস্ক: মিডিয়ায় মাঝে মধ্যে নেইমারকে নিয়ে গুজব উঠে। এই বুঝি বার্সার ছেড়ে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। তবে এবার বর্তমান ক্লাব বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে প্রস্তুত ব্রাজিলিয়ান এই তারকা।

শোনা যাচ্ছে বার্সার সঙ্গে নাকি শিগগিরই চুক্তি নবায়নের জন্য প্রস্তুত রয়েছেন ব্রাজিল অধিনায়ক। এমনটাই জানিয়েছে, স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ‘কেদেনা কোপ’।

বর্তমান চুক্তি অনুযায়ী বার্সেলোনার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত থাকার কথা রয়েছে নেইমারের। গুঞ্জন চলছে, নতুন চুক্তি কার্যকর হলে ২০২১ সাল পর্যন্ত বার্সায় থাকবেন ২৩ বছর বয়সি মাঠ মাতানো এই তারকা। আর এই নতুন চুক্তি কার্যকর হলে নেইমার হবেন মেসির পর বার্সার দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়।

এদিকে নতুন মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান এই টপ খেলোয়াড়কে পেতে মুখিয়ে আছেন ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সেলেসাও তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ঢালতেও প্রস্তুত তারা। তা ছাড়া ফরাসি চ্যাম্পিয়ন  প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছে।

২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে