স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। আগামী কাল (বুধবার) মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
এ উপলক্ষে মঙ্গলবার এশিয়া ট্রফির উম্মোচন হয়। এরপর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে করেন বাংলাদেশের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে হারাতে আত্মবিশ্বাসী মাশরাফি।
সংবাদ সম্মেলনে মাশরাফি আরো বলেন, ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে হলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। ম্যাচে ফল কী হবে, সেটা চিন্তা না করে আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটা চিন্তা করেই আমাদের পরিকল্পনা করছি। নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস