মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৪:৪৩

ফিফার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের আহবান

ফিফার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের আহবান

স্পোর্টস ডেস্ক: ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা নিয়ে প্রার্থীদের আপত্তি বা বিরোধ নিষ্পত্তির আগে কোন নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত নয়।

এমন যুক্তিতে ক্রীড়া বিষয়ক সালিসি আদালতের কাছে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের আহবান জানিয়েছেন অন্যতম প্রার্থী প্রিন্স আলী বিন আল হুসেইনের আইনজীবীরা।

শুক্রবারে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জর্ডানের প্রিন্স নির্বাচনে স্বচ্ছ ভোটিং বুথ বসানোর দাবী করে আসছেন।কিন্তু তার দাবী ফিফার নির্বাচন কমিশন আগেই খারিজ করে দিয়েছে।

পাঁচজন প্রতিদ্বন্দ্বীর একজন প্রিন্স আলীর আইনজীবীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফিফা তাদের যুক্তিতে কর্ণপাত না করায়, বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রিন্স।-বিবিসি
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে