মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৭:০৯

নতুন করে বিসিবির খাতায় যুক্ত হলেন মুস্তাফিজ

নতুন করে বিসিবির খাতায় যুক্ত হলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: অসাধারণ সব রেকর্ড, বছরব্যপী বাংলাদেশের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের অংশ হওয়া আর বছর শেষে আইসিসির টিম অব দ্য ইয়ারে জায়গা করে নেয়ার পরেই সবার ধারণা ছিলো এবার বিসিবি মুস্তাফিজের সঙ্গে চুক্তিতে যাবে। ঘটলোও সেটাই।  মুস্তাফিজের এসব অসাধারণ রেকর্ডের জন্য ২০১৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেন এ কাটার মাস্টার।

মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাথে চুক্তিতে নতুন যোগ হয়েছেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। সদ্য নতুন বছরের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে বিসিবি। আগে থেকেই বোর্ডের সঙ্গে চুক্তিতে রয়েছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, নাসির আর আরাফাত সানি।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে