মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৩:৪৯

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট নিয়ে টানাটানি

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট নিয়ে টানাটানি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুরে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রত্যাশিত টিকিট পেতে ইউসিবি ব্যাংকের নির্ধারিত শাখার সামনে টাইগার সমর্থকদের দীর্ঘ লাইন। তবে যেসব শাখায় এ টুর্নামেন্টের টিকেট বিক্রি করা হচ্ছে, তার কয়েকটিতে ঘুরে দেখা গেছে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেক তরুণ রাত চারটা থেকে টিকেটের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে বেশির ভাগই আক্ষেপ করছেন টিকেট না পেয়ে!

মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও, সোমবার রাত থেকেই টিকিট কাউন্টারের সামনে লাইন ধরেছেন টাইগার সমর্থকেরা। ব্যাংক কর্মকর্তারা বলেছেন টিকিট পাওয়া গেছে বিকেল চারটা পর্যন্ত। তবে দেখা গেছে দুপুর আড়াইটার মধ্যেই বুথ বন্ধ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরও টিকিটি না পেয়ে উত্তেজিত ক্রিকেট পাগল মানুষ।

আগামীকাল (বুধবার) উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ভারত বলেই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহটা যেন একটু বেশি। তাই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও অনেকে সমর্থক এসেছেন কাঙ্ক্ষিত টিকিটের প্রত্যাশায়।টিকিট কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে