মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৫:১৭

মাঠে ভারতীয় ক্রিকেট দল চাপে থাকবে: নাসির

মাঠে ভারতীয় ক্রিকেট দল চাপে থাকবে: নাসির

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে মাঠে এশিয়া কাপ। প্রথম ম্যাচে বাংলাদেশ না ভারতই চাপে থাকবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অল রাউন্ডার নাসির হোসেন। এছাড়া, পুরো টুর্নামেন্টে ভালো ফলাফল করার জন্য যতটুকু প্রস্তুতি দরকার তা নেয়া হয়েছে বলে জানান তিনি।
 
সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নিজের নামের আদ্যক্ষর ও জার্সি নাম্বারের অনুকরণে সিগনেচার পারফিউম এন.এইচ 69 এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আগামীকাল বুধাবর বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপে মূল পর্বের লড়াই। নিজেদের প্রস্তুতির কথা জানালেন তিনি। পাশাপাশি, ক'দিন আগেই দেশের মাটিতে হারানোয় প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতই চাপের মুখে থাকবে বলে মনে করেন তিনি।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে