স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে মাঠে এশিয়াকাপ। এছাড়াও টাইগাররা আগের চেয়ে বর্তমানে অনেক ভয়ঙ্কর। শুধু ওয়ানডে বলেই হবে না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক বদলিছেন মাশরাফিরা। বলছি ভারতীয় কোচ রবি শাস্ত্রীর কথা। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এসব মন্তব্য করেন ধোনি-কোহলির গুরু।
রবি শাস্ত্রীর মতে, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স সবার চোখে পড়ার মতো, তাই এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের দৌঁড়ে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন তিনি। তবে শিরোপা ঘরে তুলতে এবার সবার বিপক্ষেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে তার দল খেলবে বলে মনে করেন শাস্ত্রী।
গত বছর বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স ছিলো নজরকাড়া। মাশরাফিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিলো ভারত। তাই বাংলাদেশকে এবার বেশ আমলে নিচ্ছেন রবি শাস্ত্রী। ভারতীয় সাংবাদিকদের মুখে বারবারই উঠে আসছিলো একটা প্রশ্ন।মুস্তাফিজের স্লোয়ার আর কাটার সামলাতে কোন বিশেষ পরিকল্পনা আছে কিনা ভারতের।
রবি শাস্ত্রী বলেন, 'বাংলাদেশকে এখন আর খাটো করে দেখার কোন কারণ নেই। তারা এখন বেশ পরিণত দল। তবে আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে চাইনা। তাদের বিপক্ষে লড়াই করেই আমাদের জিততে হবে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস