স্পোর্টস ডেস্ক: ভারতের স্কুল ক্রিকেটে একের পর এক অদ্ভুত রেকর্ড হয়েই চলছে। গত মাসে মুম্বইয়ের এক বালক অপরাজিত ১০০৯ রান করে বিশ্ব রেকর্ড গড়েন। আর এবার একদিনের ম্যাচে ৪৫ ওভারে ৮৪৪ রান তুলান নতুন রেকর্ড হলো। এছাড়া ৮১২ রানের বিশাল ব্যবধানের জয়ে হলো আরেকটি রেকর্ড। গতকাল ভারতের পশ্চিমবঙ্গে একটি আন্তঃস্কুল প্রতিযোগিতায় হলো এ অদ্ভুত রেকর্ডটি ঘটে।
এদিন ৪৫ ওভারের ম্যাচে নালান্দা হাইস্কুলের মুখোমুখি হয় জ্ঞান ভারতী স্কুল। নালান্দা হাইস্কুল আগে ব্যাটে গিয়ে ৩৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬১৭ রান।নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় জ্ঞান ভারতী স্কুল বাকি ৭ ওভার বল করতে পারেনি। পাশের জঙ্গল থেকে বারবার বল খুঁজে আনায় তাদের সময় শেষ হয়ে যায়। এতে রান জরিমানা করা হয় তাদের। নালান্দা হাইস্কুল পায় আরও ২২৭ রান। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮৪৪ রান।
নালান্দা হাইস্কুলের বিশাল এই টার্গেট তাড়া করতে নেমে জ্ঞান ভারতী স্কুল মাত্র ৩৬ রানে গুটিয় যায়। এতে নালান্দা হাইস্কুল ৮১২ রানের বিশাল রেকর্ড জয় পায়।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস