স্পোর্টস ডেস্ক: চার ছক্কা হৈ হৈ, এশিয়া কাপ এবার যাবে কৈ। উড়ছে পতাকা কাপছে দেশ, কাপ জিতবে বাংলাদেশ। সাকিব মুশফিক ছক্কা মারো, মুস্তাফিজ তুমি উইকেট ফেলো। জয় দিয়ে করবো শুরু, ভারত মোদের মানবে গুরু। পাক, শ্রীলঙ্কা, আরব নয়, বাংলাদেশ করবে এশিয়া কপ জয়। ভয় পাইনা আমরা তোদের, এশিয়া কাপ এবার হবেই মোদের।
জানি, হয়তো লেখাটি পড়ে পাঠক সমাজ চমকে গিয়েছেন। চমকে উঠার কোনো কারণ নেই। এটা স্বদেশের প্রতি মানুষের ভালোবাসা বহিপ্রকাশের একটি আবেগ জড়ানো মন্তব্য।আগামীকাল বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের ১৩ তম আসরে। তাই তার আগে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে বাংলাদেশ দলের এশিয়া কাপ শিরোপা জেতা নিয়ে এমনটি মন্তব্য করেছে টাইগার ভক্ত স্বপ্নের রাজ কুমার মিসবাহ নামের এক ব্যক্তি।
ক্রিকেট হলো গোল বলের খেলা। কে হারে কে জিতে খেলার আগে এমনটি বলা মশকিল। তবে বর্তমানে দেশের ষেলো কোটি মানুষ যে এখন ক্রিকেটভক্ত তার প্রমাণ মিলছে খেলার মাঠে তামিম-সাকিবের চার-ছক্কার হৈ হৈ উল্লাসে; কিংবা ফেসবুকে টাইগারভক্তদের আবেগ জড়ানো বিভিন্ন মন্তব্য দেখে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস