মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৮:৩৩

ভেসে আসলো আযানের মধুর সুর, মসজিদে রূপ নিল ক্রিকেট মাঠ

ভেসে আসলো আযানের মধুর সুর, মসজিদে রূপ নিল ক্রিকেট মাঠ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বাছাইপর্ব তখনো শুরু হয়নি।  বাছাইপর্বে লড়াই করতে ঢাকায় পৌঁছেছে মাত্র  চারটি দল।  ফতুল্লায় ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্ব শুরু হবার আগে মিরপুরে অনুশীলন করতে নামল দলগুলো।

১৭ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তে ওমান, আর উত্তরপ্রান্তে ক্যাম্প স্থাপন করল আফগানিস্থান জাতীয় দল।  অনুশীলন চলছিল পুরোদমে। পুরোদস্তুর অনুশীলনের মাঝেই স্টেডিয়ামে ভেসে এলো মাগরিবের আযান।

এসময় বিস্ময়কর দৃশ্যটি দেখল ক্রিকেটারদের অনুশীলন দেখতে আসা সাধারণ দর্শনার্থীরা।  আযানের সুর ভেসে আসা মাত্রই অনুশীলন বন্ধ হয়ে গেল মাঠের দুই প্রান্তে থাকা দুই অনুশীলন ক্যাম্পের।  

ক্যাম্প ভুলে, দেশভেদ ভুলে আফগানিস্তান ও ওমানের সব মুসলিম ক্রিকেটার একত্র হলেন মাঠের আরেক প্রান্তে।  সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন মাগরিবের নামায আদায় করতে।

সেই নামাজে ইমামতি করেন আফগান কোচ, সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম-উল হক।  এরই সাথে এক দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পান ক্রিকেটপাগল দর্শনার্থীরা।

ক্ষণিক জন্য মিরপুরের হোম অফ ক্রিকেট হয়ে গিয়েছিল সেদিন নামাজের পবিত্র স্থান।  সত্যিই মনে হচ্ছিল, শের-ই-বাংলা মাঠ নয়, যেন মসজিদ।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে