স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফল নিয়ে না ভেবে ভালো খেলার প্রত্যয় বক্তব্য করেছেন।
এশিয়া কাপের প্রথম খেলায় আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। ম্যাচটি শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় দিকে।
সংবাদ সম্মেলনে টাইগার এ দলপতি বলেন, ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে আমরা ভালো খেলার চিন্তা করছি। সেটাই এখন গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস