স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে কাল মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। এবারের এশিয়া কাপে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল আমিরাত। এশিয়া কাপে বাংলাদেশ দলের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে অসাধারণ একটি কবিতা পাওয়া গেছে। এ কবিতাটি এমটিনিউজ পাঠকের জন্য প্রকাশ করা হলো।
চার ছক্কা হৈ হৈ,
এশিয়া কাপ এবার যাবে কৈ।
উড়ছে পতাকা কাপছে দেশ,
কাপ জিতবে বাংলাদেশ।
সাকিব মুশফিক ছক্কা মারো,
মুস্তাফিজ তুমি উইকেট ফেলো।
জয় দিয়ে করবো শুরু,
ভারত মোদের মানবে গুরু।
পাক, শ্রীলঙ্কা, আমিরাত নয়,
বাংলাদেশ করবে এশিয়া কপ জয়।
ভয় পাইনা আমরা তোদের,
এশিয়া কাপ এবার হবেই মোদের।
উল্লেখ্য-এ কবিতাটি কে বা কারা লেখেছে তার নাম আমরা উল্লেখ্য করতে পারলাম না। কারণ এ কবিতাটি একাধিক ব্যক্তির ফেসবুক পেইজেই দেখা যাচ্ছে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস