স্পোর্টস ডেস্ক: আগামীকাল বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টির ১৩ তম আসর। এ ম্যাচে ধোনির ফিটনেস নিয়ে চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সোমবার অনুশীলনে পিঠের পেশিতে টান ধরে ধোনির। সঙ্গে সঙ্গেই ভারত থেকে ডেকে আনা হয় পার্থিব পটেলকে। তবে ধোনির খেলার সম্ভবনা এখনই উড়িয়ে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন অনেকটাই সুস্থ তিনি। তবে ম্যাচের আগে দেখে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে।
কালকের ম্যাচে একান্ত না পারলেন খেলবেন পার্থিব। মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে সহ-অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন সে কথা। বলেন, ‘‘ঠিক খেলার আগে যদি কোনও প্লেয়ারের চোট হয়ে যায় তার উপর সেটা যদি হয় ধোনির মতো কারও তাহলে সমস্যা তো বটেই।বিশেষ করে দলের মিডল অর্ডারের বড় শক্তি ধোনি। তবে এদিন কিছুটা ইঙ্গিত মিলেছে, ধোনি বেশ দ্রুত সেরে উঠছে, তবে আমরা কালকে ম্যাচের আগমুহূর্তে পর্যন্ত অপেক্ষা করব।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস