মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪০:৫৫

ভারতকে হারাতে মুস্তাফিজ-সাকিবদের কাছে সেরাটা চাইলেন মাশরাফি

ভারতকে হারাতে মুস্তাফিজ-সাকিবদের কাছে সেরাটা চাইলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শুরুতে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ভারতকে স্বস্তি পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামীকাল সন্ধ্যা ৭ টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ- ভারতের এ ম্যাচ।

মঙ্গলবার দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ভারতকে হারাতে সতীর্থদের কাছ থেকে নিজেদের সেরাটা চেয়েছেন টাইগার দলের এ অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি, (ভারতকে পেয়ে) ভালোই হয়েছে। কারণ ভারতকে আমাদের দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই খুব ভালো করতে হবে। তাই আমি মুস্তাফিজ ও সাকিব ও সৌম্যদের কাছে সেরা খেলাটা চেয়েছি।

ভারতের বিপক্ষে ম্যাচে ফল কী হবে তা নিয়ে মোটেও ভাবতে চান না ম্যাশ, আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি। ফল কী হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে ভালো খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চিন্তা করছি। আর নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে