স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর্দা উঠছে আজ। আর উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে চলুন দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।
চলুন তবে জেনে নেওয়া যাক প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ সম্পর্কে।
ভারতের সম্ভাব্য একাদশ:
১. শেখর ধাওয়ান
২. রোহিত শর্মা
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. মহেন্দ্র সিং ধোনি (পার্থিব প্যাটেল)
৭. হার্দিক পান্ডে
৮. রবীন্দ্র জাদেজা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জসপ্রিত বুমরা
১১. আশীষ নেহরা।
উল্লেখ্য, ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে টিম ম্যানেজমেন্টের মতে, ধোনি দ্রুত সেরে উঠছেন। আজকের ম্যাচে যদি তিনি খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে পার্থিব প্যাটলকে মাঠে নামানো হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস