ইশতিয়াক পারভেজ : গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকেই চমক দেখান মুস্তাফিজুর রহমান। এরপর সেই চমকে শুধু মুগ্ধ হওয়ার পালা। তবে তার বোলিং দেখে বিশ্ব মুগ্ধ হলেও প্রতিপক্ষ শিবিরে তিনি ধীরে ধীরে আতঙ্কের নাম হয়ে উঠছেন।
আজ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। এখানেও ঘুরে ফিরে আলোচনায় অন্যতম নাম মুস্তাফিজ। এই নিয়ে তৃতীয়বার এশিয়া কাপ আয়োজন বাংলাদেশে। তবে প্রথমবার ক্রিকেটের ক্ষুদ্র ফরমেটে এশিয়ার সেরা পাঁচ দল লড়াই করবে শ্রেষ্ঠত্বের জন্য।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও এবার খেলবে আরব-আমিরাত। শক্তিশালী অফগানিস্তান ও ওমানকে গুঁড়িয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। গতকাল রাজধানী একটি হোটেলে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে পর্দা ওঠে এশিয়া কাপের।
সেখানেই ভারতের টেস্ট দলের অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ থেকে শুরু হতে যাওয়া এই আসরের ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেন মুস্তাফিজকে। আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই এশিয়া কাপ টি-টোয়েন্টির লড়াই মাঠে গড়াবে।
তার আগে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘মুস্তাফিজ সত্যিই খুব ভালো করেছে। আমাদের বিপক্ষে খেলার সময় থেকে গত ১ বছরে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছে সে। ১৯ বছর বয়সী একটা ছেলেকে এভাবে বোলিং করতে দেখা ছিল রোমাঞ্চকর। অবশ্যই সে এই টুর্নামেন্টেও বাংলাদেশের জন্য হতে যাচ্ছে বড় ফ্যাক্টর।’
চোটের কারণে প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কায় মহেন্দ্র সিং ধোনির। তাই গতকাল টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন বিরাট কোহলি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টি-২০তে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা আগে পারিনি বলে আর পারবো না তাতো নয়। ওয়ানডেতেও আমরা পারতাম না। এখন আমাদের সবাই ভয় পায়। দলের সবাই প্রস্তুত নতুন করে শুরু করার জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা যতই হোক মুস্তাফিজ ওসব কানে নেয় না। তাই তার ওপর কোন বাড়তি চাপ হবে বলে মনে হয় না।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন কোহলি ও মুস্তাফিজ। দু’দলের সর্বশেষ লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়েছিলেন মুস্তাফিজ। অভিষেক ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট, পরের ম্যাচে ৬টি। আর তাতেই ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ।
পরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার নাম হয়ে ওঠেন। সেই সঙ্গে মাত্র ১ বছর খেলেই তিনি আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার তালিকায় নিজের নামও লেখান। সব মিলিয়ে ৯ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। এর মধ্যে ৫ উইকেট ৩ বার!
এমন বোলিংয়ে ভীষণভাবে মুগ্ধ কোহলি জানান, এই তরুণ পেসারের দারুণ বোলিং ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনাআপকেও ভড়কে দিয়েছিল। তিনি বলেন, ‘১৪০ কিমি’র আশেপাশে গতির সঙ্গে স্লোয়ার বল করছিল, আমাদের জন্যও সেটি ছিল ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। নতুন বলেও খুব ভালো স্লোয়ার ও কাটার করছিল।’
অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে কোহলি যতটা না আতঙ্কিত তার চেয়ে বেশি খুশি ক্রিকেটে এমন বোলার আছে বলে। তিনি বলেন, ‘খেলাটায় নতুন কিছু নিয়ে এসেছে মুস্তাফিজ, খেলাটাকে আরও ঝাঁঝালো করেছে। খেলাটার জন্য এটা খুব ভালো। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও রোমাঞ্চকর এক তরুণ বোলার। এমন কিছু বোলার থাকাটা খেলাটার জন্য গুরুত্বপূর্ণ, যারা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।’
তবে এমন বোলারদের বিপক্ষে খেলতেই বেশি চ্যালেঞ্জের বলে জানান ভারতের সেরা এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ওর মতো বোলারদের খেলার সেই চ্যালেঞ্জটি ইতিবাচকভাবে নিলে নিজের ব্যাটিংও বিকশিত হয়।’ সেই সঙ্গে তরুণ এই কাটার মাস্টার সামলানোর উপায়ও খুঁজছেন তিনি।
কোহলি বলেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেসার যদি ৪-৫ উইকেট নিতে পারে এবং ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, খেলাটাকে এটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। ব্যাটসম্যান হিসেবেও উত্তাপটা টের পাওয়া যায় যে, এই ছেলেটার আলাদা এক ধরনের স্কিল আছে। সেভাবেই প্রস্তুতি নিতে হবে, তাকে সামলানোর জন্য আলাদা কিছু করতে হবে। নিজের খেলার তাতে আরও উন্নতি হবে।’ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
সম্ভাব্য বাংলাদেশ দল: মাশরাফি, মুশফিক, সৌম্য, মিঠুন, সাব্বির, মাহমুদুল্লাহ, আরাফাত, সাকিব, নুরুল হাসান, মুস্তাফিজ ও আল-আমিন। -এম.জমিন
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস