বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৪:১৬

ভারতের বিপক্ষে দুটি বড় চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

ভারতের বিপক্ষে দুটি বড় চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বাজছে সানাই। মাঠে নামার জন্য পণ দুই দেশের ক্রিকেটারদের। শক্তিশালী ভারতীয় বাহিনীর বিপক্ষে দুটি বড় চমক নিয়ে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজারা।

বাংলাদেশের একাদশে থাকছে চমক। সদ্য অভিষেকের পর এশিয়াকাপে থাকছেন দুই প্রতিভাবান ক্রিকেটার। এই দুই চমকের নাম মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্ক এই দুই ব্যাটসম্যান। সব কিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে একাদশে দেখা যাবে তাদের।

ভারত ও বাংলাদেশের লড়াইয়ের মধ্যে দিয়ে মাঠে গড়াচ্ছে স্বপ্নের এশিয়াকাপ। এশিয়াকাপের গত আসরে মাত্র দুই রানের জন্য বাংলাদেশের হাত ফসকে বেরিয়ে যায় শিরোপা।

টাইগারদের রয়েছে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা। মাশরাফি বিন মতুর্জাকে এই পরিকল্পনার জনক বলা চলে। এই মাশরাফিরা কতদূর সফল হন এবার সেটা দেখার পালা।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে