বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০২:০০

আরও ৩টি ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন আশরাফুল

আরও ৩টি ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বিয়ে করে বেশ সুখেই আছেন টাইগার ক্রিকেটার আশরাফুল। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন তিনি।

ক্রিকেটে ফেরার জন্য তার নিষেধাজ্ঞা উঠবে চলতি বছরের ১৬ আগস্ট। তবে এরই মধ্যে যে খবর এসেছে তাকে বিরক্ত হবেন সবাই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি ক্রিকেটে বৈশ্বিক দুর্নীতির উপর একটি রিপোর্ট পেশ করে।

সেখানে বলা হয় শুধু বিপিএল নয় এর আগে আরো ৩টি ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন এই টাইগার ক্রিকেটার। টিআইবির দাবি আশরাফুল নিজেও এই বিষয়টি স্বীকার করেছেন।

টিআইবির রিপোর্টে বলা হয়, ২০১০ সালের জানুয়ারিতে একটি টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়ান আশরাফুল। তখন চুক্তি ছিল সাত লক্ষ টাকার।

এর পরে ২০১২ সালে অনুষ্ঠিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) স্পট ফিক্সিংয়ের বিনিময়ে আরও ১০ হাজার মার্কিন ডলার আয় করার কথা নাকি স্বীকার করেছেন আশরাফুল।

অন্যটি হলো ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তখন চুক্তি করেন ২৫ লক্ষ টাকার। টিআইবির দাবি আশরাফুল স্বীকার করেছেন তার এই দুর্নীতির কথা।

তবে আশরাফুল টিআইবির দেয়া এই তথ্যের উপর কি বলেন সেটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ জন্য দেশের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে আছেন।  
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে