স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এখনো মাঠে গড়ায়নি একটি বল। এর আগেই খবরের এমন শিরোনাম দেখে চমকে ওঠার কথা সকলের।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কাজী রকিবুল হাসান আত্মবিশ্বাস নিয়ে বলেছেন এমন কথা।
তিনি বলেছেন, আজ আমাদের আকাশ ছোঁয়া স্বপ্ন। আর আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি মিরপুরের লড়াইয়ে আজ জয় পাবে বাংলাদেশ।
ভারত-বাংলাদেশের লড়াইকে সামনে রেখে দেয়া এক সাক্ষাৎকারে রকিবুল হাসান বলেন, বারবার ভারতকে হারানোর অভিজ্ঞতা রয়েছেন আমাদের।
গত বছরের জুনে ভারতকে হারিয়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে বাংলাদেশ। রকিবুল বলেন বেশ অতীতে না গেলে ভারতের বিপক্ষে ফেবারিট বাংলাদেশ।
রকিবুল বলেন, টি-টোয়েন্টিতে ধারনা করা কঠিন হলেও বলতে পারি বাংলাদেশের ব্যাটিং লাইন বেশ শক্তিশালী। এছাড়া মুস্তাফিজ একটি বড় ফ্যাক্টর হতে পারে।
রকিবুল বলেন, পাওয়ার পেলেকে কাজে লাগাতে হবে ব্যাটসম্যানদের। অন্যদিকে শেষের ৩ ওভারে বোলিংয়ে রান নিয়ন্ত্রনে রাখতে হবে। রকিবুলের প্রত্যাশা মাশরাফি বিন মুর্তজা এই বিষয়ে সতর্কই থাকবেন।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর