স্পোর্টস ডেস্ক : এশিয়াকাপের জমজমাট উদ্বোধন হবে কি আজ? বাংলাদেশ ও ভারতের কঠিন লড়াই কি মাঠে গড়াবে?
এর উপযুক্ত জবাবে বলতে হবে একটি অঘটনের কারণে সবকিছুই এখন অনিশ্চিত। কর্তৃপক্ষ দুশ্চিন্তায়। নির্ধারিত দিনে এশিয়াকাপ শুরু হওয়ার কথা।
কিন্তু অঘটনের সংবাদ দিয়েছে দেশের আবহাওয়া বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় বুধবার দুপুরের পর ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তিনি বলেছেন বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিভাগের এই কর্মকর্তার দেয়া তথ্য ছাড়াও দেখা গেছে বুধবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত হয় রাজধানীতে।
আকাশ সকাল থেকেই মেঘলা। দেখা মেলেনি সূর্যের। ভাগ্য সহায়ক না হলে যে আশঙ্কা করা হচ্ছে সেটাই হতে পারে।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর