বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২১:০৩

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে ভারত, জেনে নিন বাংলাদেশসহ কার কোথায় অবস্থান?

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে ভারত, জেনে নিন বাংলাদেশসহ কার কোথায় অবস্থান?

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিরিজ শেষে আইসিসির র‌্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। দুই দেশের এই সিরিজের বলি ভারত।

আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশসহ কার কোথায় অবস্থান সেটা নিয়ে এই প্রতিবেদন।

এর আগে টেস্টে ভারত নাম্বার ওয়ান দল ছিল। কিন্তু এবার আর এক নম্বরে নেই। নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়া।

এই সাফল্যর কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া টেস্টে ফের নাম্বার ওয়ান টিম হয়েছে। ভারত নেমে গেছে দুইয়ে।

অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১২। ভারতের পয়েন্ট ১১০। ১০৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে দক্ষিণ আফ্রিকা। এর চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে ৪ নম্বরে পাকিস্তান।

১০২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ইংল্যান্ড। এই তালিকায় ছয়ে নিউজিল্যান্ড, সাতে শ্রীলঙ্কা, আটে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ ও দশ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের পয়েন্ট ৪৭।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে