বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২০:০৩

ব্রিটিশ প্রতিষ্ঠানের জরিপে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এক টাইগার ক্রিকেটার

ব্রিটিশ প্রতিষ্ঠানের জরিপে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এক টাইগার ক্রিকেটার

নিউজ ডেস্ক : ২০১২ সালে বাংলাদেশের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবার ১০ জনের একটি তালিকা।

একজন টাইগার ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। তবে তিনি আর কেউ নন, ইনি হচ্ছেন দেশ সেরা ক্রিকেটার হিসাবে পরিচিতি পাওয়া টাইগার তারকা সাকিব আল হাসান।

ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন করেছে এই তালিকা। এখানে বাংলাদেশের সেরা ১০ জন প্রভাবশালী ব্যক্তির একজন হলেন সাকিব আল হাসান।

২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি-২০ তথা প্রত্যেক ক্রিকেট সংস্করণে সেরা অলরাউন্ডার নির্বাচিত তিনি।

অর্থনৈতিকভাবেও দেশের অন্যান্য ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। আর তাকেই টাইগার ক্রিকেটারদের সবচেয়ে প্রভাবশালী ও দেশের সকলের বিবেচনায় সাত নম্বরের প্রভাবশালী বলে উল্লেখ করেছে ওই গবেষণা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, এই তালিকায় এক নম্বরে রয়েছেন ড. মোহাম্মদ ইউনুস।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে