স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল এবার নায়ক। কে জানত এই মিসবাহ করবেন গোল। আর তাকে করতালি দেবে ক্রিকেটপ্রেমীরা।
কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসেন পাকিস্তানের মিসবাহ। সাকিব আল হাসানের হয়ে তেমন কোনো ঝলক দেখাতে পারেননি তিনি।
এর কয়েকদিন পরে শুরু হয় পাকিস্তানের সুপার সুপার লিগ। এই আসরের নায়ক মিসবাহ। মিসবাহর দল ইসলামাবাদ শুরুতে মোটেই ভালো করেনি।
অনুজ্বলভাবে শেষ চারে যায় ইসলামাবাদ ইউনাইটেট। এই ইসলামাবাদ সেমিফাইনালে সাকিবের করাচিকে হারিয়েছে।
আর অন্য ম্যাচে তামিমের জালমিকে কাঁদিয়ে আসর থেকে বিদায় করেছে। টুকটুক বলে পরিচিত মিসবাহর দল শক্তিশালী কোয়েটা গ্লাডিয়েটরসকে হারিয়ে পাকিস্তানের সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল ম্যাচে কোয়েটা ১৭৫ রানের বিশাল লক্ষ্য দেয়। কিন্তু মিসবাহর দল ৮ বল বাকি থাকতে ৬ টি উইকেট হাতে রেখে বীরদর্পে জয় তুলে নেয়।
প্রথমবারের মত আয়োজিত পিএসএলে এর মাধ্যমে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ উইনাইটেট। ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন রবি বোপারা।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর