স্পোর্টস ডেস্ক : কাটার প্রসঙ্গ টানলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বারবার মুস্তাফিজের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি।
দলের ক্রিকেটাররা যেন মুস্তাফিজের বল দেখে শুনে খেলে এই পরামর্শ তার। অন্যদিকে মুস্তাফিজকে শাসানোর বিষয়েও বলেছেন তিনি।
মুস্তাফিজের বল থেকে যেন রান আসে এই তাগিদ তার। এর আগে মুস্তাফিজের একক ণৈপুণ্যে কূল হারিয়ে ছিল ভারত। সেই ধরনের পরিস্থিতি নিয়ে ভয় হয় গাঙ্গুলির।
দলের ক্রিকেটারদের নানা পরামর্শ দেয়া গাঙ্গুলির চিন্তায় এই কাটার বয়। গাঙ্গুলিই মনে করে করিয়ে দিলেন এর আগে রস +আলোতে প্রকাশিত মিরপুর স্টেডিয়ামে কাটার রেডি, যত্নসহকারে সেবা প্রদান করার প্রসঙ্গ!
মুস্তাফিজ আসলে যত্নসহকারেই কাটার ছাড়বেন। মিরপুরে রেডি আছেন তিনি। এই কাটার বৃষ্টি ভেজা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরমেটে দেশের জন্য কতটা যত্নসহকারে সেবা প্রদান করতে পারেন সামনে সে প্রসঙ্গ।
ভারতীয় ক্রিকেটাররা দিব্যি অনুশীলন করেছে কাটার বয়কে নিয়ে। অনাগত পরিস্থিতি নিয়ে কৌতূহল চরম পর্যায়ে। ক্রিকেটপ্রেমীরা জড়ো হচ্ছেন মিরপুরের স্টেডিয়ামের দিকে।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর