বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫৫:৪৭

কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে কাঁদিয়ে দেয়া ঘোষণা দিলেন শহীদ আফ্রিদি

কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে কাঁদিয়ে দেয়া ঘোষণা দিলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে দল সফল হতে পারেনি বলেই এসব কিছু! সামনে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আসর। আর এর আগেই কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে দিলেন আফ্রিদি।

সেদিন স্টেডিয়ামে দেখা গেছে জালমির হেরে যাওয়ার সময় কাঁন্নায় ভেঙ্গে পড়ে আফ্রিদির স্ত্রী-কন্যা। তার অবুঝ মেয়েও অশ্রু ঝড়িয়েছে স্টেডিয়ামে।

পরে সেখান থেকে দেশে ফিরলে আফ্রিদিকে নাকি ক্রিকেট ছেড়ে দিতে বলেন তার স্ত্রীসহ পরিবারের অন্যরা। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য।

আফ্রিদি বলেন, আমি পরিবার থেকে অনেক চাপে রয়েছি। আমার বন্ধুরাও ক্রিকেট ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে। আফ্রিদি বলেন, দলে আমাকে আর তেমন প্রয়োজন নেই।

দলে নতুন প্রতিভাবানরা রয়েছেন। ওরা ভালো করছে। আমি হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেব।

আফ্রিদি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার জন্য চ্যালেঞ্জ। আমার জন্য এটাই হতে যাচ্ছে বড় কোনো আসরের শেষ আসর।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে