বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৯:৫২

আশরাফুল ভক্তদের জন্য দারুণ সুখবর

আশরাফুল ভক্তদের জন্য দারুণ সুখবর

স্পোর্টস ডেস্ক : কথায় বলে দুখের পরেই নাকি সুখ আসে। টাইগার ক্রিকেটার আশরাফুলের জন্য হতে যাচ্ছে ঠিক সেটাই।

আর এবার দারুণ সুখবর আশরাফুল ভক্তদের জন্যও। চলতি বছরের ১৬ আগষ্ট নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট তার জন্য আইসিসিকে আবেদন করবে।

আশরাফুল যাতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন এ জন্য আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর জাতীয় লিগে খেলতে কোনো বাধা নেই আশরাফুলের।

দেশের এক সময়ের বড় তারকা আশরাফুলকে এই আগাম সুখবর দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি টিআইবি আশরাফুলকে নিয়ে পুরনো অপরাধের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এই প্রসঙ্গ এখন অতীত। অপরাধের জন্য শাস্তি ভোগ করেছেন তিনি। অন্যদিকে বেশ আগেই অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন আশরাফুল।

যাইহোক, প্রত্যাশার বিষয় হলো ফের ব্যাট-প্যাডের সাজে ক্রিকেটে ফিরছেন আশরাফুল।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে