বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪১:৪২

শাহরুখের পাগলামির জবাব দিলেন শচীন টেন্ডুলকার

শাহরুখের পাগলামির জবাব দিলেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের অভিনীত আসন্ন ছবি ‘ফ্যান’-এর মূল গান ছয়টি ভাষায় প্রকাশ পাওয়ার পর গানটি তাঁর আইডলদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। সেই তালিকায় রয়েছেন –মহাত্মা গাঁধী, শচীন  টেন্ডুলকার, রজনীকান্ত এবং যশ চোপড়া।

ছবির মূল গান ‘জাবরা ফ্যান’ গত সপ্তাহে প্রথম হিন্দিতে মুক্তি পেয়েছে। এরপর গানটিকে বাংলা, পঞ্জাবি, ভোজপুরি, মারাঠি, তামিল এবং গুজরাতি ভাষাতেও রেকর্ড করা হয়েছে। এদিন টুইটারে শাহরুখ বলেন, দেশের জনক বলে পরিচিত গাঁধীজি বিশ্বের সবচেয়ে বড় তারকা। শুধু আমি নই, সারা দেশ ও বিশ্ব গাঁধীজির ভক্ত।

প্রচারণায় অভিনব কৌশল অবলম্বনে এ গানের প্রচারণায় জড়িয়ে ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। আর শচীন টেন্ডুলকারও জবাব দিলেন শাহরুখের এই পাগলামির!

ফ্যান’ নামে একটি গানটি প্রচারণায় সম্প্রতি শাহরুখ টুইটে শচীন টেন্ডুলকারকে মেনশন করে বলেছিলেন নিজের ‘ফ্যান’ হওয়ার অভিজ্ঞতা। আর ভক্ত শাহরুখের সেই টুইটের এবার জবাব দিলেন শচীন!

শচীন টেন্ডুলকার ফিরতি টুইটে শাহরুখের জবাব দিয়ে বলেন, ‘আউট কিংবা নট আউট, দুটোই মূলত খেলার একটা অংশ। কিন্তু মানুষের সমর্থন হচ্ছে স্থায়ী একটা জিনিস। যা খেলায় ভালো কিংবা খারাপ করলেও তারা সাথেই থাকেন।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে