স্পোর্টস ডেস্ক : আজকের যে মানুষটাকে আপনারা মাশরাফি বলে জানেন এই মানুষটা এমনি এমননি হয়নি। আমরা মা আমাকে এইভাবে তৈরী করেছেন।
উক্তি দুটি জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দেন মাশরাফি।
সাক্ষাৎকারে জাতিসঙ্গের শুভেচ্ছা দূত হওয়ার পরে তার অনূভূতি জানতে চাওয়া হয়। মাশরাফি জানান, আমাকে ফোন করে এই খবরটি জানানো হয়।
পরে আমি আমার মাকে ফোন করি। সবার মাকে ফোন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের যে মানুষটাকে আপনারা মাশরাফি বলে জানেন এই মানুষটা এমনি এমননি হয়নি।
আমরা মা আমাকে এইভাবে তৈরী করেছেন। জাতিসংঘের দূত হওয়াটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, অনেক ক্রীড়াবিদই আছে যারা জাতিসংঘের সাথে রয়েছে।
পরে মাশরাফি বলেন, আমার স্বাভাবিক অভ্যাস থেকে আমি জীবনেও কোনো দিন বদলাবো না। এর ব্যাখ্যায় তিনি বলেন, আমি কারও ক্ষতি করিনি ভবিষ্যতেও করব না।
সাড়া জীবন সাধারণভাবে চলাফেরা করব। তিনি বলেন, আমার ছোটবেলার বন্ধুরা আজীবন বন্ধুই থাকবে। আমার সন্মানহানি হয় এমন কিছু করব না।
২৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর