শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১২:৪৭

টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়!

টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়!

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ফল যেন ঠিক হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে ধসের পর। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে, সেটাই ছিল দেখার।

তবে ঘরের মাঠেও লজ্জা থেকে বাঁচতে পারলো না শ্রীলঙ্কা। তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ই উপহার দিলো অস্ট্রেলিয়া। গল টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে এক ইনিংস এবং ২৪২ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। আর নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় লঙ্কানদের। এর আগে ২০১৭ সালে নাগপুরে ভারতের কাছে ইনিংস এবং ২৩৯ রানের হারই ছিল তাদের সবচেয়ে বড় পরাজয়।

উসমান খাজার ২৩২ রানের মহাকাব্যিক ইনিংস আর স্টিভেন স্মিথ ও জশ ইঙলিশের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

৪৮৯ রানে এগিয়ে থেকে লঙ্কানদের ফলোঅন করায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান তুলে বড় পরাজয়ের প্রহর গুনছিল স্বাগতিকরা। এদিন বৃষ্টি অস্ট্রেলিয়ার জয়ে অপেক্ষা বাড়িয়েছে।

চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪৭। নয় নম্বর ব্যাটার জেফ্রে ভেন্ডারসে কেবল ফিফটি (৫৩) পেয়েছেন। প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়ে আউট হন দিনেশ চান্দিমাল (৩১), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪১), কামিন্দু মেন্ডিস (৩২), ধনঞ্জয়া ডি সিলভা (৩৯) আর কুশল মেন্ডিস (৩৪)।

দুই স্পিনার ম্যাথিউ কুহনেম্যান আর নাথান লিয়ন নেন ৪টি করে উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে