স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম দেশের বাঘ রক্ষার উদ্যোগে নিজেকে যুক্ত করছেন। বুধবার ফেসবুকে আইস্ট্যান্ডফর টাইগারস(#iStandForTigers) হ্যাশট্যাগ ব্যবহার করে এদেশের বাঘগুলো রক্ষা আহবান জানিয়েছেন তিনি।
বুধবার মুশফিক তার অফিসিয়াল ফেসবুকে পেইজে লিখেছেন, “আপনারা আমাদের টাইগার বলেন; নিজেকে বাঘ ভাবতে পেরে বুক ভরে যায় গর্বে। সুন্দরবনে বাঘ না থাকলে কে আমাদের টাইগার বলবে, কেন বলবে? তাই গর্বের বাঘ রক্ষা আন্দোলনে আমি থাকছি...আপনি?”
টাইগারদের এ দলপতি আরো লিখেছেন, ‘I am Mushfiqur Rahim, and #iStandForTigers.। এছাড়াও তিনি আরো লেখেন, আপনার গর্ব বাঘের পক্ষে দাঁড়াতে WildTeam-এর পেজে লাইক দিয়ে বাঘ রক্ষা আন্দোলনের সাথে থাকুন:
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস