স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের আকাশে এখনো মেঘের ঘনঘটা। সকাল সকাল কয়েক দফা বৃষ্টি হয়েছে মিরপুরের আকাশসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এখন ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে আবার থাবা বসাবে না তো বরুণদেবতা?
বাংলাদেশ-ভারতের ম্যাচকে সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমেও সরব হয়ে উঠেছিলেন দুই দেশের ভক্তরা। কিন্তু সেই উত্তেজনার পারদে জল ঠেলে দিয়েছে ফাগুনের আকাশ।
মাঝদুপুরের বৃষ্টি শঙ্কা জাগিয়েছে; খেলা হবে তো? তবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে খুব একটা হতাশার খবর পেতে হয়। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তবে সেটা নগন্য।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, সন্ধ্যা ছয়টার পরে এক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ টি-টোয়েন্টির এই উদ্বোধনী ম্যাচ।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস