আরিফুর রাজু: ফাগুনে আগুন ধরেছিল পরিবেশে। আর সে আগুন দমাতে হঠাৎ বিধাতা দিল এক পসলা বৃষ্টি। সেই পসলা বৃষ্টিতে নগরবাসী রেহাই পেলেও টেনশনে পড়ে গেছেন লক্ষ-কোটি ক্রিকেটপেমী।
মূলত আজ মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের ক্রিকেট যুদ্ধ। আর যুদ্ধ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ! আর হলেও যদি মাঝ খেলায় পুনরায় শুরু হয় বৃষ্টি। তাহলেই কি হবে। অথবা দেরীতে শুরু হলে কত ওভারে হবে আজকের ম্যাচ। কত প্রশ্ন, আর কত সমর্থন তা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লগ ইন করলেই বুঝা যাবে।
তবে বৃষ্টির কারণে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের খেলায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘হালকা বৃষ্টি হয়েছে। এতে খেলায় কোনো সমস্যা হবে না।’
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মত এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারপর আবার প্রথমবারের মত দেখা গেছে একটি বাছাইপর্ব। সে হিসেবে চারটি টেস্ট খেলুড়ে দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ হয়েছে আরব আমিরাত।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর