স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারতের ম্যাচকে সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলছিল। ক্রিকেটপ্রেমিরা প্রস্তুতি নিচ্ছিলেন এক মহারণ উপভোগের। সামাজিক যোগাযোগের মাধ্যমেও সরব হয়ে উঠেছিলেন দুই দেশের ভক্তরা। কিন্তু সেই উত্তেজনার পারদে জল ঠেলে দিয়েছে ফাগুনের আকাশ।
বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে মিরপুরের আকাশে। বৃষ্টির কারণে ম্যাচটির ভাগ্য এখন অনিশ্চয়তায়।
আর যদি বৃষ্টি না হয়, তবে হয়তো ম্যাচটি যথাসময়েই শুরু হবে। নতুন করে বৃষ্টি না হলেও সন্ধ্যার আগেই মাঠ খেলা উপযোগী হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আবার বৃষ্টি এলে বা মাঠ যথাযথ না শুকালে হয়তো দেরিতে শুরু হবে। সেক্ষেত্রে ওভার কমিয়ে আনা হবে। তবে কত ওভারের ম্যাচ হবে সেটা জানা যাবে, হাতে কতটুকু সময় পাওয়া যায়, তার আলোকে।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস