স্পোর্টস ডেস্ক: নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বাংলাদেশ ও ভারতের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘বেরসিক’ বৃষ্টিতে টেনশনে পড়ে গেছে ক্রিকেটপ্রেমীরা।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘হালকা বৃষ্টি হয়েছে ঠিকই। এতে কোন রকম সমস্যা হবে না খেলার।’
দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ায় মূলত এই সমস্যার সৃষ্টি হয়। তাই এমন ‘নাজুক’ পরিস্থিতিতে খেলা হবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে এ বিষয়ে লোকমান হোসেন আরো জানান,‘খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করে নেয়া যাবে।’
প্রসঙ্গত, এই প্রথমবারের মত এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটে। আর এতে অংশ নিচ্ছে পাঁচটি দল। অর্থাৎ বাঁছাই পর্বে খেলে একটি দল নিশ্চিত করেছে মূল আসরে খেলার টিকিট। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান,ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে খেলছে সংযুক্ত আরব আমিরাত।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর