স্পোর্টস ডেস্ক: শেষ ভালো যার সব ভালো তার। এ প্রবাদ বচনটি ব্র্যান্ডন ম্যাককুলামের জন্য সত্যিকারের অর্থে প্রমাণটি হলো না। কারণ ব্র্যান্ডন ম্যাককুলামকে শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে হলো ব্র্যান্ডন ম্যাককুলামকে।
তার বিদায় টেস্টে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। তারা ২-০ ব্যবধানে জয় করে নিয়েছে সিরিজটি এবং সাথে ট্রান্স-তাসমান ট্রফিটিও। এই জয়ের ফলে ভারতকে হটিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও অর্জন করেছে তারা।
দুই ম্যাচের এই সিরিজে ম্যাককুলাম অসাধারণ পারফরম্যান্স করেছেন। গড়েছেন সবচেয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও। তবে শেষ অবধি সিরিজের একটি টেস্টেও জয়ের দেখা পায়নি দল। ম্যাককুলামকে তার বিদায়ী টেস্টে জয় উপহার দিতে অসাধারণ কিছু করতে হতো কিউই বোলারদের।
এই সিরিজটির পূর্বে ম্যাককুলামের নেতৃত্বে ঘরের মাটিতে দল কখনো পরাজয়ের স্বাদ পায়নি। বিদায় বেলায় এসে দল হারলেও ম্যাচে ব্যাট হাতে ম্যাককুলাম ঠিকই খেল দেখিয়েছেন। সে প্রথম ইনিংসে ৭৯ বল থেকে ১৪৫ এবং দ্বিতীয় ইনিংসে ২৭ বল খেলে ২৫ রান করেন।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস