বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৪:২৮

ব্যাট-বলের ‘যুদ্ধে’ অংশ নিতে মাঠে টাইগাররা

ব্যাট-বলের ‘যুদ্ধে’ অংশ নিতে মাঠে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ফাগুনে আগুন ধরেছিল পরিবেশে। আর সে আগুন দমাতে হঠাৎ বিধাতা দিল এক পসলা বৃষ্টি। সেই পসলা বৃষ্টিতে নগরবাসী রেহাই পেলেও টেনশনে পড়ে গেছেন লক্ষ-কোটি ক্রিকেটপেমী।

যাই হোস বিসিবির সিদ্ধান্তক্রমে উদ্বোধনী ম্যাচটি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু তার ঘন্টা তিনেক আগে অর্থাৎ বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করেছে সাকিব-মাশরাফিরা।

মাঠে ঢুকে প্রথমে উইকেট দেখতে ছুটে যান ফিল্ডিং কোচ রির্চাড হ্যালসল। তবে এরআগে থেকে সেন্টার উইকেটের ওপর থেকে ত্রিপলগুলো সরানো শুরু করে মাঠ-কর্মীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করতে যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান রুম্মান।

এর কিছুটা পরে স্টোর উইকেট পরিদর্শনে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পরে টিম-বয়দের করা বলে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নেন জাতীয় দলের এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মিরপুরে ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত, তখনো হোটেলে বন্দী ধোনি-কোহলিরা।

প্রসঙ্গত, এই প্রথমবারের মত এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি২০ ফরম্যাটে। আর এতে অংশ নিচ্ছে পাঁচটি দল। অর্থাৎ বাঁছাই পর্বে খেলে একটি দল নিশ্চিত করেছে মূল আসরে খেলার টিকিট। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান,ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে খেলছে সংযুক্ত আরব আমিরাত।

২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে