বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৬:১৫

বাংলাদেশ-ভারতের ম্যাচ চলাকালীন অবস্থায় বৃষ্টি হলে কী হবে?

বাংলাদেশ-ভারতের ম্যাচ চলাকালীন অবস্থায় বৃষ্টি হলে কী হবে?

স্পোর্টস ডেস্ক: মিরপুরের আকাশে এখন পর্যন্ত যেটুকু বৃষ্টি হয়েছে তাতে মাঠের কোনো সমস্যা হবে না বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বোর্ডের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘হালকা বৃষ্টি হয়েছে। এতে খেলায় কোনো সমস্যা হবে না।’

এদিকে, আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, সন্ধ্যা ছয়টার পরে এক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ টি-টোয়েন্টির এই উদ্বোধনী ম্যাচ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময় যদি বৃষ্টি না হয়, তবে হয়তো ম্যাচটি যথাসময়েই শুরু হবে। নতুন করে বৃষ্টি না হলেও সন্ধ্যার আগেই মাঠ খেলা উপযোগী হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আবার বৃষ্টি এলে বা মাঠ যথাযথ না শুকালে হয়তো দেরিতে শুরু হবে। সেক্ষেত্রে ওভার কমিয়ে আনা হবে। আর যদি ম্যাচ চলাকালিন অবস্থায় বৃষ্টি হয়। তবে কত ওভারের ম্যাচ হবে সেটা জানা যাবে, হাতে কতটুকু সময় পাওয়া যায়, তার আলোকে।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে