বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৬:২৬

‘আজকের ম্যাচে জিতবে বাংলাদেশ’

‘আজকের ম্যাচে জিতবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মত টি২০ ফরম্যাটে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আর উদ্বোধনী ম্যাচে ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি ঘিরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে একটু শঙ্কা। কি হতে পারে আজকের ম্যাচে। হারবে নাকি জিতবে। তবে মাশরাফিদের কাছে তার ভক্তদের চাওয়া পাওয়া আকাশছোঁয়া। তবে এবার দর্শকদের পক্ষ হয়েই কথা বলছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রকিবুল হাসান।

তিনি মনে করছেন, ‘ভারতের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। যদিও এটা টি-টোয়েন্টি ফরম্যাট। এখানে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তবুও, নিজেদের সেরাটা খেলতে পারলে বাংলাদেশই জিতবে অাজকের ম্যাচে।’

প্রশ্নের জবাবে রকিবুল হাসান দেশের প্রথম সারির একটি অনলাইনকে বলেন, ‘গত এক বছর ধরে বাংলাদেশ ভালো ক্রিকেট উপহার দিচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা এখনো ভালো খেলছে না। যতটুকু খেলছে একদিনের ম্যাচে।-জাগো নিউজ
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে