রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৬:২২

বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে হামজা চৌধুরীসহ একাধিক প্রবাসী ফুটবলার রেখে ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত বছরের ১৯ ডিসেম্বর ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতিও দিয়েছে ফিফা। তাই আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই পর্বে খেলোয়াড় তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী ছাড়াও রয়েছেন ফরোয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম।

বাফুফে সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে। ৩৮ জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বাধিক ১৪ জন ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও জাতীয় দলে তাদের খেলোয়াড়দের আধিক্যই বেশি প্রাথমিক তালিকায়। শুধু দেশি ফুটবলার নিয়ে খেলা আবাহনী থেকে আছেন আট জন। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। তবুও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।

এদিকে, রহমতগঞ্জের হয়ে জাতীয় দলের এক সময়ের ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন এবার ঘরোয়া ফুটবলে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু তাকে ৩৮ জনের মধ্যে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক দলের কিছু নাম না থাকা ও কিছু অর্ন্তভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ ঢাকার বাইরে অবস্থান করায় এ নিয়ে কিছু জানা যায়নি। ক্যাম্প শুরুর সময় অবশ্য খেলোয়াড় তালিকা নিয়ে তিনি উত্তর দেবেন বলে জানিয়েছে বাফুফে।  

বাংলাদেশের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে