স্পোর্টস ডেস্ক : নতুন আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের আয়ের হিসেবে ১০০ অ্যাথলিটের নাম প্রকাশ করেছে খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকো। এতে ২৬০ মিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সর্বোচ্চ আয়কারীর আসনটি দখলে রেখেছেন সিআরসেভেন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আয়ের হিসেবে সবার উপরে এই পর্তুগিজ তারকা। আর ১৪৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার চারে লিওনেল মেসি।
যে বয়সে বুট তুলে রাখে খেলোয়াড়রা, সে বয়সেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। গোলও পাচ্ছেন নিয়মিত। একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এবার আরও একটি অর্জন যুক্ত হয়েছে ক্রিস্টিয়ানোর নামের পাশে। খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকো শীর্ষ ১০০ ক্রীড়াবিদের আয়ের তালিকা প্রকাশ করেছে। এ হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলিটের আসনটি দখলে রেখেছনে রোনালদো। এ নিয়ে টানা দ্বিতীয়বার আয়ের হিসেবে সবার ওপরে এই পর্তুগিজ তারকা।
গত বছর সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে পারিশ্রমিক হিসেবে তার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে ২১৫ মিলিয়ন ডলার। সঙ্গে বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও ৪৫ মিলিয়ন। সব মিলিয়ে গত বছর রোনালদোর আয় ২৬০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১৫০ কোটি টাকা। এর আগের বছরও তার আয় ছিলো ২০০ মিলিয়ন ডলার। এ নিয়ে টানা ৮ বছর ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন সিআরসেভেন। আয়ের দিক থেকে তার আশেপাশে নেই কেউ। শীর্ষ পাঁচজনের মধ্যে ফুটবল ও বাস্কেটবলের ২ জন আর একজন রয়েছেন বক্সার।
তালিকার দুইয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি খেলোয়াড় স্টিফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকার আয় ১৫৪ মিলিয়ন ডলার। যা রোনালদোর অর্ধেকের চেয়ে কিছু বেশি।
টপ ফাইভের মধ্যে রয়েছেন ফুটবলের আরেক তারকা লিওনেল মেসি। ১৪৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার চারে ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। গত বছর ক্লাব থেকে এলএমটেন পারিশ্রমিক পেয়েছেন ৬০ মিলিয়ন ডলার। বাকি ৭৫ মিলিয়ন এসেছে স্পন্সর চুক্তি থেকে।
সান্তোসে ফেরা নেইমার রয়েছেন তালিকার ছয়ে। গত বছর তার আয় ছিলো ১৩৩ মিলিয়ন ডলার। শীর্ষ আট আয়কারী ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান তারকা। বাকি সবার বয়স ৩৫ বছরের বেশি। আল ইত্তিহাদের করিম বেনজেমা ১১৬ মিলিয়ন ডলার নিয়ে আটে। ১১০ মিলিয়ন আয় করে নয় নম্বরে আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এবারও শীর্ষ ১০০ আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে নেই কোনো নারী।