শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৪:১২

প্রাইজমানি ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির, থাকছে বড় ধরনের চমক

প্রাইজমানি ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির, থাকছে বড় ধরনের চমক

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের পর এবারই প্রথম আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

দীর্ঘ ২৯ বছর পর এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। এবাএর আসর শুরুর আগে আজ এসে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। এছাড়া ৯ মার্চ ফাইনালে যে দল হারবে অর্থাৎ, রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা।

এছাড়া সেমিফাইনালে খেলা বাকি দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

এছাড়া গ্রুপ পর্বে ম্যাচ খেলে যেসব দল জিতবে, প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে