স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর চার দিন। ১৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর আগে আজ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব দেওয়া প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে আইসিসি। এবার টেলিভিশন, ওয়েবসাইট, অ্যাপস ও রেডিও—সব মিলিয়ে ৬৩টি প্রতিষ্ঠান পেয়েছে সম্প্রচারস্বত্ব।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান সমূহের মধ্যে আছে ১৯টি টিভি চ্যানেল, ১৫টি অ্যাপস, ২১টি ওয়েবসাইট ও ৮টি রেডিও চ্যানেল।
বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে পারবেন তিনটি উপায়ে। টিভি পর্দায় খেলা দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশনে। ডিজিটালি খেলা দেখতে যেতে হবে টফি অ্যাপে।
ভারতে ডিজিটালি খেলা দেখা যাবে জিও স্টারে। টেলিভিশনে খেলা দেখাবে স্টার ও নেটওয়ার্ক ১৮–এর চ্যানেলগুলো। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টস খেলা সম্প্রচার করবে। ICC.tv-এর মাধ্যমে বিশ্বের ৮০টির বেশি অঞ্চলে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা যাবে।
এছাড়া আইসিসির প্রথম কোনো টুর্নামেন্ট হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি ডিজিটাল প্ল্যাটফর্মের ১৬টি ফিডে ৯টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে—ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।