রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৮:৫৩

যে গুরুতর অভিযোগ মেসির বিরুদ্ধে!

যে গুরুতর অভিযোগ মেসির বিরুদ্ধে!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির এনার্জি ড্রিংকস মাস প্লাসের বিরুদ্ধে ডিজাইন নকলের গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইউটিউবার ও রেসলার লোগান পল। শুধু অভিযোগ নয়, মেসিকে বক্সিং ম্যাচ খেলারও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বক্সিং ফাইটের মাধ্যমে মেসির সঙ্গের আইনি যুদ্ধের সমাধান করতে চান এই আমেরিকান রেসলার। তবে লোগান পলের চ্যালেঞ্জ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।

ফুটবল মাঠ ছেড়ে বক্সিং রিংয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। অবাক হচ্ছেন তো , এ ঘটনা অবাক করারই মতো। এমনটাই হতে পারে যদি আমেরিকান রেসলার লোগান পলের চ্যালেঞ্জ গ্রহণ করেন লিও। বিশ্বসেরা ফুটবলারকে ফাইটের জন্য বক্সিং রিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার থেকে রেসলার বনে যাওয়া পল। যা নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশ্য ঘটনার সূত্রপাত দুটি এনার্জি ড্রিংকসের বোতল থেকে। ২০২২ সালে প্রাইম হাইড্রেশান নামের একটি এনার্জি ড্রিংক বাজারে আনেন লোগান পল। আর গত বছর মাস প্লাস নামক আরেকটি এনার্জি ড্রিংক যুক্তরাষ্ট্রের বাজারে আনেন লিওনেল মেসির একটি কোম্পানি।

বাজারে এসেই লোগান পলের প্রাইম হাইড্রেশনের বিরুদ্ধে আইনি নোটিশ দেয় মেসির মাস প্লাস এনার্জি ড্রিংকস। যাতে তারা দাবি করে বোতল মোড়কজাতে মাস প্লাসের কপি করছে প্রাইম হাইড্রেশান।

তবে এতদিন তার কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার নড়েচড়ে বসেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির মালিক লোগান পল মেসির বিরুদ্ধে বোতলের মোড়ক নকল করার পালটা অভিযোগ এনেছেন।

আমেরিকান এ রেসলার বলেন, ‘সবাই দেখেছে কারা ডিজাইন নকল করেছে। মেসির মাস প্লাসের বোতল হুবহু দেখতে আমাদের প্রাইম হাউড্রেশানের মতো। যা একেবারেই ঠিক নয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করব। আপনি সেরা ড্রিংকসকে বিট করতে পারবেন না বলে তাকে কপি করবেন ?’

আমেরিকন এই রেসলার শুধু অভিযোগই আনেননি, রীতিমতো চ্যালেঞ্জ কোর বসেছেন মেসিকে। কার এনার্জি ড্রিংকস সেরা তা বক্সিং রিংয়ে নির্ধারণ করতে চান লোগান পল। এই ম্যাচ আয়োজিত হলে মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কথাও জানান তিনি।

পল বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি মেসির বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিব না, যদি লোগান পল ও লিওনেল মেসির মধ্যে একটি বক্সিং যুদ্ধ হয়। মেসি তুমি কি তার জন্য প্রস্তুত?’

তবে লোগান পলের চ্যালেঞ্জের কোনো প্রতিক্রিয়া জানাননি লিওনেল মেসি। আর্জেন্টাই তারকার উত্তরের অপেক্ষায় বিশ্বক্রীড়াঙ্গণ। এর আগে জনপ্রিয় মিক্স মার্শাল আর্ট তারকা কর্নর ম্যাকগ্রেগরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন লোগান পল। তবে তার চ্যালেঞ্জ গ্রহণ করেননি ম্যাকগ্রেগর । 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে