রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৩:২৯

পূর্ণাঙ্গ সূচি প্রকাশ এবারের আইপিএলের

পূর্ণাঙ্গ সূচি প্রকাশ এবারের আইপিএলের

স্পোর্টস ডেস্ক : ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, এবারের আইপিএল ২২ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৫ মে ফাইনাল দিয়ে। আয়োজক কর্তৃপক্ষের প্রকাশিত পূর্ণাঙ্গ সূচিতেও তার ব্যত্যয় হলো না। ২২ মার্চই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট।

আইপিএলের নিয়মিত চর্চা হলো, আগের আসরে যারা চ্যাম্পিয়ন, তাদের ম্যাচ দিয়েই পরবর্তী আসর শুরু করা। এবারও তার ব্যতায় হচ্ছে না, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ১৮তম আসর। 

ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে। প্লেঅফের বাকি তিনটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২০, ২১ ও ২৩ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে।

আজ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ৬৫ দিনব্যাপি আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ বিকেলে আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওইদিন রাতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যতম সফল এই দুলের গ্রুপপর্বে আরও একটি ম্যাচ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে