স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ইতিহাসগড়া একটি জুটি বেধেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ১৫৪ রানের জুটিতে তারা দুটি রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছিল ১৯ বছর আগে। যা আজ নিজেদের দখলে নিয়েছেন হৃদয়-জাকের।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এদিন ৫ উইকেট হারায় মাত্র ৩৫ রানে। এরপর ক্রিজে এসে কার্যকরী জুটি গড়েন হৃদয়-জাকের। দুজন মিলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের জুটি বাধেন। এই উইকেটে তারা যোগ করেন ১৫৪ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এতদিন সর্বোচ্চ ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৬ আসরে দুই প্রোটিয়া ব্যাটার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ওই জুটি গড়েছিলেন। ১৯ বছর আগের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন দুই বাংলাদেশি। এ ছাড়া ভারতের বিপক্ষেও ওয়ানডের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি দেখা এটি। যার সুবাদে ৩৫/৫ থেকে ১৮৯/৬ রানের স্কোর পায় টাইগাররা।
এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডেও ছিলেন জাকের আলি। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১৫০ রানের জুটি গড়েছিলেন জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজকের ম্যাচে ইনজুরির কারণে একাদশেই নেই মাহমুদউল্লাহ।
ইতিহাসগড়া জুটির পথে হৃদয়-জাকের দুজনই ফিফটি পেয়েছেন। জাভেদ ওমর বেলিম (২০০০), সাকিব আল হাসান (২০০৬), তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের (২০১৭) পর চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে ফিফটি করলেন হৃদয়-জাকের। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ বা এরপর নেমে ভারতের বিপক্ষে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে জাকের ফিফটির রেকর্ড গড়েছেন।