শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭:৫৪

কান্নায় ভেঙে পড়লেন এই ক্রিকেটার!

কান্নায় ভেঙে পড়লেন এই ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : ফখর জামানকে কেন্দ্রে রেখেই হয়তো সাজানো হয়েছিল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা। এই ওপেনার সবশেষ আসরের ফাইনালের নায়ক, ভারতের বিপক্ষে তার সেঞ্চুরিতেই শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার পাকিস্তানের পরিকল্পনা ভেঙে চুরমার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ফখর। উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছিলেন। এই আঘাতের কারণে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে। ম্যাচের বেশিরভাগ সময় ফিল্ডিং করতে পারেননি। এমনকি পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামেননি তিনি। দলের বিপর্যয়ের সময় ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

ব্যাট হাতেও স্বচ্ছন্দ ছিলেন না ফখর। ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বলে ৪ চারে ২৪ রান করেই আউট হয়েছিলেন তিনি। ড্রেসিংরুমে ফিরে ভেঙে পড়েন কান্নায়। সতীর্থ শাহিন শাহ আফ্রিদি ও সাপোর্ট স্টাফের সদস্যরা তাকে শান্ত্বনা দেন।

ফখর কি বুঝতে পেরেছিলেন এই চোট তার কী করতে পারে? হয়তো পেরেছিলেন। পিসিবি বিবৃতি দিয়ে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। সে কারণেই কি ফখরের অমন কান্না?

ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে ঢুকেছেন ইমাম উল হক। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আজই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতের বিপক্ষে।

ঘরের মাঠের টুর্নামেন্টে খেলতে না পারলে যে কারো হতাশ হওয়া স্বাভাবিক, এক ম্যাচ খেলা ফখর তো ছিটকে গেছেন ইনজুরির কারণে। তার ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ঘোষণা দিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফেরার।

এক্সে এক স্ট্যাটাসে ফখর লেখেন, ‘বড় মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই দেশের সবার জন্য স্বপ্ন ও সম্মানের। বহুবার আমি পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলাম। আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, সুযোগের জন্য কৃতজ্ঞ। দলের প্রতি আমার সমর্থন থাকছে। এটা কেবল শুরু, ফেরাটা আরও শক্তিশালী হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে