রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪০:২৩

ভারত নাকি পাকিস্তান? আপনার মতে কে জিতবে?

ভারত নাকি পাকিস্তান? আপনার মতে কে জিতবে?

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কেবল ক্রিকেটীয় পরিমন্ডলেই নয়, উন্মাদনায় মাতে দেশ দুটির ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রতিটি অঞ্চল। এমন ম্যাচ ঘিরে যে যার ধর্ম মেনে প্রার্থনা করার রীতিও বেশ পুরোনো। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ (রোববার) দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে। যার জন্য বিহার, কলকাতাসহ বিভিন্ন স্থানে ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে আরেক জ্যোতিষি দেশটির ক্রিকেটভক্তদের হতাশার খবরই দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) এএনআইয়ের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, রোহিত শর্মা ও তার দলের জন্য সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন। যাকে তারা নাম দিয়েছেন ‘হাভান সেরিমনি’। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করেছিল ভারত। সেই ম্যাচের আগেও ভারানসিতে একইভাবে প্রার্থনার আয়োজন করেছিল ভারতীয় সমর্থকরা।

সেই ম্যাচের ফলও ভারতে পক্ষেই গেছে। বাংলাদেশকে মাত্র ২২৮ রানে আটকে রাখার পর ম্যাচটি রোহিত-শুভমান গিলরা ৬ উইকেটে জিতে নেয়। একই ফল পাওয়ার লক্ষ্যে তারা এবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। 

এর আগে দল দুটি সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল। তবে সেখানে শেষ হাসি হাসে রিজওয়ান-বাবররা। তবে পাকিস্তান এবারের আসর শুরু করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হার দিয়ে। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা ভারত চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আগের আসরের শোধ নেওয়ার লক্ষ্য নিয়ে নামবে। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

আজকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে নিজের দেশকে ফেবারিট মনে করলেও, দুঃসংবাদ দিয়েছেন ভারতীয় এক জ্যোতিষি। যিনি মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবা নামে পরিচিত, মূল নাম অভয় সিং। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মহাকুম্ভ মেলা চলাকালে এক সাক্ষাৎকারে আইআইটি বাবা অভয় সিং বলেন, ‘আমি তোমাদের আগে থেকে বলছি, এবার ভারত জিতবে না।’ যা শুনে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তবে তিনি তার বক্তব্যে অবিচল। তাকে পরবর্তীতে এ নিয়ে ফের প্রশ্ন করা হলে বলেন, ‘আমি যখন বলে দিয়েছি ভারত জিতবে না, তখন জিতবে না।’

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– অভয় সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। এরপর উচ্চ বেতনের চাকরি ছেড়ে তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিক পথ। 

এবারের মহাকুম্ভের অন্যতম আকর্ষণও ছিলেন তিনি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘সে বিশ্বাস করে কর্মফলে, আমরা বিশ্বাস করি রোহিত শর্মাকে।’ আরেকজনের দাবি– ‘বেশি পড়াশোনা করাও ক্ষতিকর।’

এর আগেও নাকি ভারতীয় ক্রিকেট দল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে শিরোনামে এসেছিলেন আইআইটি বাবা অভয় সিং। তিনি দাবি করেছিলেন, ২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে তার হাত রয়েছে। তিনি নাকি রোহিতের সঙ্গে সংযোগ স্থাপন করে হার্দিককে বল দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সময়েও তার মন্তব্য নিয়ে বেশ কৌতুক হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে